সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

কলোরাডোর দোকানে বন্দুক হামলায় নিহত ১০

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৬:৫০ পিএম

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা। করোনা মহামারীর মধ্যেও কোন কমতি নেই বন্দুক মহামারীর। এবার হামলার স্থল কলোরাডো। 

সেখানের বোল্ডার এলাকায় ‘কিং সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকধারীর গুলিতে মারা গেছে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দুক হামলার উদ্দেশ্য সম্পর্কে কোন তথ্য দিতে না পারলেও, বোল্ডার পুলিশের কর্মকর্তা কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অভিযুক্তও গুলিতে আহত হয়েছেন। 

ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বোল্ডার পুলিশের প্রধান মারিস হ্যারল্ড হতাহতের খবর নিশ্চিত করেন। সেই সঙ্গে ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনায় সেখানে উপস্থিত কর্মকর্তাদের  প্রশংসাও করেছেন তিনি। হ্যারল্ড জানান, গুলিতে নিহত কর্মকর্তার নাম এরিক টাল্লে। ২০১০ সাল থেকে তিনি বোল্ডার পুলিশ বিভাগে কাজ করছিলেন। তাঁর বয়স ৫১ বছর। 

তাঁর সম্পর্কে হ্যারল্ড বলেন, ‘বোল্ডার পুলিশ এবং এখানকার মানুষের জন্য অনেক সেবা করেছেন হ্যারল্ড। হামলার ব্যাপারে ফোন আসার পর এরিকই প্রথম ছুটে গিয়েছিল সেখানে। কিন্তু গুলি ঝাঁঝরা করে দিয়েছে ওই শরীর।’ 

‘কিং সুপার্স’ মূলত নিত্যপণ্যে দোকান। কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে এর অবস্থান।  কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই দোকান থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ ক্রেতা ও শিক্ষার্থীদের ভিড় ছিল সেখানে। বন্দুক হামলার সময় অনেক মানুষই দোকানের ভেতরে ছিলো।  

গুলি চালনার ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএন-কে বলেছেন, ‘এক ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ে দোকানের মধ্যে। তার পরই গুলি চালাতে শুরু করে দেয়।’ ডিন স্কিলার নামের এক ব্যক্তি ঘটনার ভিডিও করেন। তার করা ভিডিওতে গুলি চলার শব্দও শোনা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাচ্ছে, তাও দেখা যাচ্ছে ওই ভিডিয়তে।

এখনো নিশ্চিত হওয়া যায়নি হামলাকারীর পরিচয়। তবে এরিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।


কথায় আছে- রাখে আল্লাহ মারে কে। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের এক যাত্রীর অলৌকিকভাবে বেঁচে যাওয়া যেন এই কথার প্রমাণ। ভাগ্যহত ফ্লাইটটির সব আরোহী মৃত্যুর খবর আসার কিছুক্ষণ পরেই...
ইরানজুড়ে গত কয়েক ঘণ্টা ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহর ও স্থানে শুক্রবার (১৩ জুন) পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলার ইরানের পরমাণু কর্মসূচিকে...
ভারতের গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের একদিন না পেরোতেই এবার বোমাতঙ্কে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। 
জবাবে দখলদার রাষ্ট্রটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শতাধিক ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। 
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত