রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে কিয়েভের বাসিন্দাদের সতর্ক থকতে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১ মার্চ) বিকালের দিকে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাইঅপ সেন্টারসহ বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালানো হবে।
এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে এই বিবৃতিতে।
রুশ বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।
রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে বলেও এই বিবৃতিতে বলা হয়েছে।
উল্লেখ্য, রুশ সাঁজোয়া যানের প্রায় ৪০ মাইল দীর্ঘ এক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে এবং তা প্রায় কিয়েভের উপকন্ঠে পৌঁছে গেছে।
একাত্তর/জো