সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৪:৪২ পিএম

বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও আসামে আজ (২৭ মার্চ) বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত চলবে প্রথম দফার নির্বাচন। 

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ৩০টি এবং বিজেপি শাসিত আসামের ১২৬টি আসনের মধ্যে ৪৭টিতে আজ ভোট চলছে। ৮ দফায় পশ্চিমবঙ্গের এবং ৩ দফায় আসামের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে ২ মে। একইদিন তামিলনাডু, কেরালা ও কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলও পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেসের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির সাথে বলে আভাস পাওয়া যাচ্ছে। একইসাথে বামফ্রন্ট-কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘সংযুক্ত মোর্চা’ পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে লড়াইয়ে শক্তিশালী অবস্থানে আছে। ওদিকে আসামে ক্ষমতাসীন দল বিজেপির সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের সাথে। বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বাহিরে নির্বাচনে আছে আসাম জাতীয় পরিষদ (এজেপি)।

কোভিড-১৯ মহামারীর কারণে শারীরিক দূরত্বের নিয়ম মানাসহ নানান বাধ্যবাধকতা থাকায় এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটারদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্য থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। পাশাপাশি ভোটারদের দেওয়া হচ্ছে গ্লাভস, স্যানিটাইজ়ার, মাস্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই দুই দেশের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নাগরিক দেশদুটি ছেড়ে চলে গেছে।
ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে, পরমাণু বোমা তৈরি কোন ইচ্ছাই তাদের নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত