বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও আসামে আজ (২৭ মার্চ) বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৬টা পর্যন্ত চলবে প্রথম দফার নির্বাচন।
তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ৩০টি এবং বিজেপি শাসিত আসামের ১২৬টি আসনের মধ্যে ৪৭টিতে আজ ভোট চলছে। ৮ দফায় পশ্চিমবঙ্গের এবং ৩ দফায় আসামের ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে ২ মে। একইদিন তামিলনাডু, কেরালা ও কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলও পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেসের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির সাথে বলে আভাস পাওয়া যাচ্ছে। একইসাথে বামফ্রন্ট-কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘সংযুক্ত মোর্চা’ পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে লড়াইয়ে শক্তিশালী অবস্থানে আছে। ওদিকে আসামে ক্ষমতাসীন দল বিজেপির সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের সাথে। বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বাহিরে নির্বাচনে আছে আসাম জাতীয় পরিষদ (এজেপি)।
কোভিড-১৯ মহামারীর কারণে শারীরিক দূরত্বের নিয়ম মানাসহ নানান বাধ্যবাধকতা থাকায় এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটারদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্য থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। পাশাপাশি ভোটারদের দেওয়া হচ্ছে গ্লাভস, স্যানিটাইজ়ার, মাস্ক।