ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ৮ পর্বের প্রথমটি শেষ হল গতকাল (২৭ মার্চ)। রাজ্যের দক্ষিণাঞ্চলের ৫টি জেলার ৩০টি আসনে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি। প্রথম পর্বের নির্বাচন সম্পর্কে বিজেপি বলছে, গত চার দশকের মধ্যে এদিনই সব থেকে শান্তিতে ভোট হয়েছে। ভোট জালিয়াতিও সব থেকে কম হয়েছে এদিনই।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে একাধিক অনিয়মের অভিযোগ জানিয়েছে। বুথ দখল, বুথে এজেন্টকে ঢুকতে বাধা দেয়া, তৃণমূল প্রার্থীকে ভোট দিলে তা বিজেপির দিকে চলে যাওয়া, সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেজন্য বিজেপি কর্মীদের বুথ জ্যাম করে রাখা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিজেপিকে সহায়তা ইত্যাদি অভিযোগে দিনভর সরব ছিল তৃণমূল।
ভোটের দিনের চিত্র এমন হলেও এক দিন আগেও ছিল বিপরীত চিত্র। বিজেপি বারবার নির্বাচন কমিশনের কাছে শঙ্কার কথা জানিয়েছিল যে, তৃণমূল নানাভাবে জালিয়াতি ও দুষ্কৃতকারীদের সহায়তা নিতে পারে। কিন্তু ভোটের প্রথম দিন বিপরীত সুরে কথা বলে বিজেপি।
এদিন দুপুরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী কলকাতার প্রধান নির্বাচন অফিসারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদের বলেন, 'এরকমটা রাজ্যে গত চার দশকেও হয়নি। দশ শতাংশ জায়গায় বুথ দখল বা তাদের কর্মী-সমর্থকদের মারধরের ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফা থেকে কমিশন যদি আরও কঠোর হয়, তাহলে ওইটুকু অশান্তিও হবে না।'
এদিকে বিজেপি এবং তৃণমূল পৃথক দুইটি টেলিফোন আলাপের রেকর্ডিং সামনে এনেছে, যার একটিতে বিজেপি দাবি করেছে মমতা ব্যানার্জি এক বিজেপি নেতার কাছে ভোটের জন্য সহায়তা চাইছেন। অন্যটিতে তৃণমূল দাবি করেছে একটি টেলিফোন কলে বিজেপির দুই নেতাকে বলতে শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে একটা দাবি আদায় করে নিতে হবে- যাতে বুথ এজেন্টরা যে ওই বুথেরই ভোটার হবেন, এমন নির্দেশনা নির্বাচন কমিশন না দেয়। এই দুটি রেকর্ডিং এখন রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।
এরপর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ করা হবে পয়লা এপ্রিল। এদিন যেসব আসনে ভোট হবে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। এখানে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক সময়ে মমতার অত্যন্ত ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের নির্বাচন প্রথম পর্বের থেকে তাই দ্বিতীয় পর্বে অধিক উত্তাপ ছড়াবে বলে ধারণা করা হচ্ছে।