সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

ইউক্রেনীয়দের আতিথিয়তায় ধরা পড়া রুশ সেনার কান্না

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৭:৩৬ পিএম

সম্প্রতি ইউক্রেনের কতিপর বেসামরিক নাগরিকের হাতেই ধরা পড়েছেন এক রুশ সেনা। হামলার ভেতরেও ইউক্রেনীয়দের হাতে ধরা পড়া ক্ষুধার্ত ওই রুশ সেনাকে খাবার দিয়েছেন স্থানীয় জনগণ। একই সাথে ওই সেনার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে ইউক্রেনীয়রা। আর ইউক্রেনবাসীর এমন আতিথেয়তায় রীতিমতো আবেগে ভেসেছেন রাশিয়ার ওই সেনাসদস্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দুই দেশের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও এমন ভিডিও বিশ্ববাসীর কাছ থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ধরা পড়া রুশ সেনাকে বার্গার জাতীয় খাবার খেতে দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে চা। আর তাকে ঘিরে আছেন একদল ইউক্রেনবাসী।

এরপর ধরা পড়া ওই রুশ সেনাকে তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলারও সুযোগ করে দেন স্থানীয় জনগণ। এসময় চায়ের কাপে চুমুক দিতে দিতে মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। মায়ের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন ওই রুশ সেনা।


গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ান সেনারা। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

টানা আট দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এসময় রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার, ৩০টি বিমান ধ্বংস করা হয়েছে। 

এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় দুই হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সেনা বা নাগরিক নিহত হয়েছে। এসময়  ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় এক হাজার ৬০০ জন।  


একাত্তর/এসএ

ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার...
যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। কিয়েভের কর্তা ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে রাজি তিনি। তার এই ঘোষণার পরপরই ইউরোপজুড়ে নানামুখী তৎপরতা শুরু হয়ে গেছে।
পূর্ণ যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেনে শক্তিকেন্দ্র ও পরিকাঠামো ক্ষেত্রে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত