সম্প্রতি ইউক্রেনের কতিপর বেসামরিক নাগরিকের হাতেই ধরা পড়েছেন এক রুশ সেনা। হামলার ভেতরেও ইউক্রেনীয়দের হাতে ধরা পড়া ক্ষুধার্ত ওই রুশ সেনাকে খাবার দিয়েছেন স্থানীয় জনগণ। একই সাথে ওই সেনার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে ইউক্রেনীয়রা। আর ইউক্রেনবাসীর এমন আতিথেয়তায় রীতিমতো আবেগে ভেসেছেন রাশিয়ার ওই সেনাসদস্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দুই দেশের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও এমন ভিডিও বিশ্ববাসীর কাছ থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ধরা পড়া রুশ সেনাকে বার্গার জাতীয় খাবার খেতে দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে চা। আর তাকে ঘিরে আছেন একদল ইউক্রেনবাসী।
এরপর ধরা পড়া ওই রুশ সেনাকে তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলারও সুযোগ করে দেন স্থানীয় জনগণ। এসময় চায়ের কাপে চুমুক দিতে দিতে মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। মায়ের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন ওই রুশ সেনা।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ান সেনারা। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
টানা আট দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এসময় রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার, ৩০টি বিমান ধ্বংস করা হয়েছে।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় দুই হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সেনা বা নাগরিক নিহত হয়েছে। এসময় ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় এক হাজার ৬০০ জন।
একাত্তর/এসএ