চলমান যুদ্ধের মধ্যেই যুদ্ধ থেকে বের হয়ে আসার পথ খুঁজে বের করতে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু করেছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা।
বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় রুশ সংবাদ সংস্থা তাস।
বিবিসি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলও পোডোলিয়াক বৃহস্পতিবার এক টুইটে বৈঠকের মূল আলোচ্যসূচি কী কী তা জানিয়েছেন। এর মধ্যে- বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর চালু, দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তি করা নিয়ে আলোচনা।
রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি।
প্রথম বৈঠকের পর মেডিনস্কি বলেছিলেন, একটি চুক্তি না হওয়া পর্যন্ত তারা ইউক্রেইনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে যেতে প্রস্তুত আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধিরা প্রথম দফা বৈঠক করেন। বেলারুশের গোমেল অঞ্চলে পাঁচ ঘণ্টা ধরে ওই বৈঠক চলে।
একাত্তর/এসি