ইউক্রেন আক্রমণের পর গোটা পৃথিবীর রোষানলে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাকে হত্যার আহবান জানালেন এক মার্কিন সিনেট সদস্য।
রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম এক টুইটবার্তায় ভ্লাদিমির পুতিনকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, 'রাশিয়াতে কি কোনো ব্রুটাস আছে? কিংবা কর্নেল স্টফেনবার্গের চেয়েও সফল কেউ?
এই যুদ্ধ শেষ করার উপায় তাকে (পুতিন) পৃথিবী থেকে সরিয়ে দেয়া। যে এই কাজ করবে সে নিজের দেশ ও পৃথিবীর বিরাট সেবা করে যাবে।'
পরের টুইটে তিনি আরও লেখেন, 'একমাত্র রাশিয়ানরাই এই কাজ করতে পারে। তবে এটা বলার চেয়ে করা সহজ। যদি বাকি জীবন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে দারিদ্র্যের অন্ধকারে না কাটাতে চান তাহলে এগিয়ে আসুন।'
আরও পড়ুন: ইউক্রেনীয় স্নাইপারের শিকার রাশিয়ার শীর্ষ জেনারেল
গ্রাহামের এই আহবানের তীব্র তিরস্কার করেছেন আরও দুই রিপাবলিকান সিনেটর ম্যাট গ্যেটজ এবং সিনেটর মারজোরি টেইলর গ্রিন।
এদিকে, পুতিনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে রাশিয়ান ও আন্তর্জাতিক আইন মেনে গ্রেপ্তার করতে পারলে গ্রেপ্তারকারী কর্মকর্তার জন্য এক মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন রাশিয়ান ব্যবসায়ী ও ধনকুবের অ্যালেক্স কোনানিখিন।
একাত্তর/এসজে