সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

‘নো ফ্লাই জোন’ নিয়ে পুতিনের কঠোর বার্তা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:১৬ পিএম

যদি কোনো দেশ ইউক্রেনের আকাশে ‘নো–ফ্লাই জোন’ চালু করে, তাহলে সেই দেশও সংঘাতে অংশ নিয়েছে বলে ধরে নেবে মস্কো। 

স্থানীয় সময় শনিবার (৫ মার্চ), রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কেউ যদি এমন করে তবে তাকে শত্রু হিসেবেই জবাব দেয়া হবে।

পুতিন বলেন, নো–ফ্লাই জোন শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। এই ধরনের সিদ্ধান্ত যুদ্ধে জড়িয়ে পরার সামিল। 

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর হামলা থেকে সুরক্ষা পেতে ইউক্রেনের আকাশে নো–ফ্লাই জোন চালু করতে পশ্চিমা দেশের প্রতি আহবান জানান। 

তবে তার এই আহবান নাকচ করেছে ন্যাটো। এতে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ রাশিয়ার সঙ্গে যুদ্ধের ব্যাপকতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ন্যাটোর।

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা না করায় ন্যাটোর কঠোর সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: পুতিনকে ঠেকাতে বরিসের ছয় দফা পরিকল্পনা

রুশ বিমান সংস্থা এরোফ্লতের কর্মীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, কোনো দেশ নো–ফ্লাই জোনের দিকে গেলে, সেই দেশ সশস্ত্র সহিংসতায় অংশ নিয়েছে বলে ধরে নেবে মস্কো।

image


তিনি বলেন, নেতাদের বুঝতে হবে যে তারা যে পথে এগোচ্ছে, সেই পথেই যদি এগোতে থাকে তাহলে তারা রাষ্ট্র হিসেবে ইউক্রেনের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলবে।

রাশিয়াতে সামরিক শাসন জারির সম্ভাবনা উড়িয়ে দিয়ে রুশ নেতা জানান, সামরিক কর্মকাণ্ডের বাইরে থাকা জায়গা থেকে আগ্রাসন হলে, শুধুমাত্র তখনই এমন পদক্ষেপ নেয়া হবে।

এছাড়া ইউক্রেন নিয়ে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ নাকচ করে দিয়ে পুতিন বলেছেন,  যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সব কিছু সেভাবেই এগোচ্ছে। চিন্তার কিছু নেই। 


একাত্তর/এসজে

ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার...
যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। কিয়েভের কর্তা ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে রাজি তিনি। তার এই ঘোষণার পরপরই ইউরোপজুড়ে নানামুখী তৎপরতা শুরু হয়ে গেছে।
পূর্ণ যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেনে শক্তিকেন্দ্র ও পরিকাঠামো ক্ষেত্রে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত