ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে এই প্রথমবারের মতো জনসম্মুখে মুখ খুলেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বিশ্ব সম্প্রদায়ের কাছে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনকে সাহায্য করার আহবান জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন তিনি, বিশেষ করে নারী ও শিশুদের জন্য।
যুদ্ধে প্রাণ হারানো কয়েকজন শিশুর বর্ণনা দিয়ে তিনি বলেন, 'রাশিয়া যখন বলে যে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তখন আমি এই নিহত শিশুদের নাম সবার সামনে তুলে ধরতে চাই।'
চিঠিতে বিশ্ব সম্প্রদায়কে এর সাহায্যের জন্য এবং প্রতিবেশি দেশগুলোকে ইউক্রেনিয় শরণার্থীদের গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান তিনি।
তবে ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি তার স্বামী প্রেসিডেন্ট জেলেনস্কির আহবান পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: উ. কোরিয়ার জাহাজে দ. কোরিয়ার গুলি, আটক সাত ক্রু
তিনি বলেন, 'যাদের ক্ষমতা আছে তাদের উচিৎ আমাদের আকাশসীমা বন্ধ করে দেয়া। আকাশপথ বন্ধ করে দিলে আমরা মাটিতে লড়াই সামাল দিতে পারব।'
'এই চিঠির মাধ্যমে আমি নিশ্চিত করতে চাই যে, ইউক্রেনের যুদ্ধ 'কোনো এক জায়গায়' ঘটে যাওয়া ঘটনা নয়। এটি একটি ইউরোপীয় যুদ্ধ, যা ইউরোপীয় ইউনিয়ন সীমান্তের খুব কাছেই হচ্ছে', বলেন তিনি।
পুতিনকে থামাতে না পারলে বিশ্বজুড়ে যে পারমাণবিক যুদ্ধ শুরু হবে তা থেকে কেউ রক্ষা পাবে না বলেও সতর্ক করে দেন তিনি।