পোল্যান্ড তাদের হাতে থাকা রুশ নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমানগুলোকে জার্মানির একটি মার্কিন ঘাঁটির মাধ্যমে ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিলে তা প্রত্যাখান করেছে জার্মানি।
বুধবার (৯ মার্চ) জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ বলছেন, তার দেশ ইউক্রেনকে বিভিন্ন রকম প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে তবে যুদ্ধবিমান তার অংশ নয়।
অবশ্য পোল্যান্ডের ওই প্রস্তাব পাওয়ার পর যুক্তরাষ্ট্রও তা প্রত্যাখ্যান করে। ওয়াশিংটন বলেছে, প্রস্তাবটি ন্যাটো জোটের জন্য প্রচণ্ড উদ্বেগ সৃষ্টি করেছে।
পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল, মিগ-২৯ যুদ্ধবিমানগুলো জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে সরবরাহ করা হবে। সেখান থেকে সেগুলো পাঠানো হবে ইউক্রেনে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের যেকোনো সিদ্ধান্ত ন্যাটো সদস্যদের সর্বসম্মতিক্রমে নিতে হবে। এ কারণে তারা যুদ্ধবিমানের সব বহর রামস্টেইনকে দিতে রাজি।
কিন্তু পোল্যান্ড নিজে থেকে কোনো পদক্ষেপ নেব না, কারণ তারা এ যুদ্ধের কোনো পক্ষ নয় বলেও জানান প্রধানমন্ত্রী মাতেউস।
উল্লেখ্য, ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী ও রুশ হামলার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য পশ্চিমা নেতাদের কাছে যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ নিয়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে তাদের বিমান বহরের রুশ নির্মিত বিমানের পরিবর্তে ইউরোপ বা আমেরিকায় নির্মিত বিমান দেবার প্রস্তাব করলেও নানা জটিলতায় থমকে আছে সে উদ্যোগ।
একাত্তর/জো