করোনা মহামারী তৃতীয় বছরে পা রেখেছে কিছু দিন আগে। ডেল্টা-ওমিক্রনের দাপট শেষে, আর টিকার ব্যাপক প্রয়োগের কারণে মহামারী থেকে পরিত্রাণের হাঁটতে শুরু করেছে পৃথিবী।
ঠিক এমন মুহূর্তের বড় ধরনের খবর এলো চীন থেকে, যেই দেশটির উহান শহর থেকেই গোটা বিশ্বের ছড়িয়ে পরেছিলো নতুন করোনা ভাইরাস।
সেই চীনের একটি শহরে আবারও হানা দিয়েছে করোনা। এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার কারণে শুক্রবার উত্তর-পূর্ব চীনের শিল্পনগরী চাংচুনে লকডাউন জারি করা হয়েছে।
প্রায় ৯০ লাখ বসতির এই নগরীতে পূর্ণ মাত্রার লকডাউন জারি করে প্রশাসন জানিয়েছে, সব নাগরিককে তিন দফা করোনা পরীক্ষা না করা পর্যন্ত ঘরের মধ্যে থাকতে হবে।
কঠোর করোনাবিধি মেনে চলার নির্দেশ দেয়ার পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যান চলাচল ও ব্যবসা। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলোতে বিশেষ ছাড় দেয়া হয়েছে।
গত দুই বছরের মধ্যে বৃহস্পতিবার প্রথম গোটা চীনে হাজারের বেশি করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এরমধ্যে বেশিরভাগই হলো জিলিন প্রদেশেই ৯৮ ভাগ রোগী পাওয়া গেছে।
আর জিলিনেরই একটি শহর চাংচুন। সেখানে পজেটিভি রোগী পাওয়া গেছে মাত্র দুই জন। আর এতেই লকডাউনে চলে গেছে শহরটি।
তবে উহানে ভাইরাসটির প্রথম প্রাদুর্ভাব হবার পর থেকেই পরিস্থিতি কঠোর হাতে সামাল দিয়ে যাচ্ছে চীন। কঠিন লকডাউন আর শাটডাউনের মাধ্যমে যথেষ্ট সফলও হয়েছে চীন।