এবার করোনায় আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার (১৩ মার্চ) রাতে একটি টুইট করে তিনি নিজেই এই খবর দিয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি জানিয়েছেন, গত কদিন ধরেই গলায় সামান্য খুশখুশ ভাব বোধ করছেন তবে সামগ্রিকভাবে তিনি সুস্থ রয়েছেন। এ খবর দিয়েছে ব্লুপ্রিন্ট।
তবে ওবামার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও ওই টুইটে জানানো হয়। ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণ করা নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ভ্যাকসিন মানেই হচ্ছে আশা। আপনাকে এবং আপনার ভালোবাসার মানুষদের এই ভয়াবহ ও প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা করবে ভ্যাকসিন।
উল্লেখ্য, বারাক এবং মিশেল ওবামা দু’জনেরই করোনা ভাইরাসের টিকা নেওয়া ছিল।
এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দু’জনেই। গত আগস্ট মাসেই নিজের ৬০তম জন্মদিন পালন করেছেন ওবামা। যদিও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে এই অনুষ্ঠান সীমিত আকারে নিয়ে আসতে হয়েছিল।
একাত্তর/এসএ