সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

ইউক্রেন যুদ্ধ: উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে চীন-যুক্তরাষ্ট্র

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৫:১১ পিএম

ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধে বৈঠকে বসবেন চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার (১৪ মার্চ) ইতালির রাজধানী রোমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, বৈঠকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও চীনের কমিউনিস্ট পার্টির প্রধান কুটনীতিক ইয়াঙ জিয়েচি চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। 

তবে বৈঠকের আগেই চীনকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বলেছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে চীন কোনো সহযোগিতা করলে দেশটিকে এ জন্যে ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ণ এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রধান কুটনীতিক ইয়াঙ জিয়েচি দুই দেশের চলমান প্রতিযোগিতার বিষয় এবং ইউক্রেনে রাশিয়ার হামলার আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রভাব নিয়ে আলোচনা করবেন।

ইউক্রেনে রুশ হামলার সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। বরং বেইজিং পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা এবং এ কারণে রুশ ইউক্রেন পরিস্থিতি সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে।

সুলিভান জানান, রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে চীন মস্কোকে কোনো ধরনের সহায়তা করছে কি-না হোয়াইট হাউস তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা কোনো দেশকে রাশিয়াকে সহায়তার সুযোগ দেবো না।

আরও পড়ুন: নিত্যপণ্যের আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে আনার নির্দেশ

এদিকে বেইজিং বলেছে, রাশিয়ার সাথে তাদের বন্ধুত্ব ইষ্পাতের মতো কঠিন। দেশটি একইসঙ্গে যুদ্ধ অবসানে মধ্যস্থতায় সহায়তারও আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছু অংশ চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে, চীনের সাথে পারস্পরিক বাণিজ্য সীমিত করার জন্য পশ্চিমা দেশগুলো চীনের উপর চাপ প্রয়োগ করছে। তবে আমি মনে করি চীনের সাথে আমাদের অংশীদারিত্বের যে সম্পর্ক এবং আমরা যা অর্জন করেছি তা বজায় থাকবে। পাশাপাশি পশ্চিমা বাজারগুলো বন্ধ হওয়ার ফলে চীনের সাথে রাশিয়ার বাণিজ্যিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।


একাত্তর/আরবিএস 

ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার...
আশা করা হচ্ছে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেবেন। তার দেশ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য...
ক্রমাগত চীনের প্রভাব বাড়ছে জার্মানির শিল্পখাতে। চীন শুধু জার্মানির ফল্কসভাগেন, মার্সিডিজের মতো গাড়ির বাজারে প্রতিদ্বন্দ্বিতা করেই থেমে থাকেনি। কেমিক্যাল ও প্রকৌশল খাতেও বাড়ছে চীনের উপস্থিতি।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গেলো মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় আবারও নির্বিচার গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। টানা চারদিনের হামলায় অন্তত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শতাধিকই...
প্রথম মিনিটেই বাংলাদেশ যে সুযোগটা পেলো, তাতে ভারতীয় গোল কিপার গোল পোস্ট থেকে ছিলেন অনেকটা দূরে। তবে গোলমুখে সেই শট লক্ষ্যভ্রস্ট হয় রনির। এরপর আরও কয়েকবার আগে সুযোগ। কিন্তু এর কোনোটাই কাজে লাগানো...
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত