রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল ওয়ানের একটি বুলেটিন চলার সময় ইউক্রেন যুদ্ধবিরোধী পোস্টার দেখানো ও শ্লোগান দেয়ার প্রতিবাদে সেই রুশ সাংবাদিক মারিনা ওভসেনিকোভাকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। তাকে ২৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
এর আগে সরাসরি সম্প্রচারিত টিভি সংবাদের অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধবিরোধী বিক্ষোভ করার পর রাশিয়ার ওই সাংবাদিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
চ্যানেল ওয়ান এর এডিটর মারিনা ওভসেনিকোভা গত সোমবার রাতে যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে সরাসরি অনুষ্ঠানে হাজির হন। এ ঘটনায় পরে তাকে আদালতে তোলা হয়।
মঙ্গলবার দেয়া রায়ে মস্কোর ওস্তাকিনস্কি জেলা আদালতের বিচারক বলেন, তিনি আইন লঙ্ঘন করেছেন। এজন্য তাকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: উৎক্ষেপণের পরই ধ্বংস উত্তর কোরিয়ার মিসাইল, দাবি দক্ষিণের
শুনানির পর মারিনা সাংবাদিকদের বলেন, টানা ১৪ ঘণ্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, রাশিয়ার অভিযান পছন্দ হয়নি বলে তিনি নিজেই প্রতিবাদের সিদ্ধান্ত নেন।
গত সোমবার চ্যানেল ‘চ্যানেল ওয়ানে’ সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মারিনা। তিনি চ্যানেলটির অন্যতম সম্পাদক।
মারিনার প্রদর্শিত সেই প্ল্যাকার্ডে লেখা ছিল- যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা আপনাকে মিথ্যে বলছে।
একাত্তর/এসজে