ইউক্রেনে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠাতে আগামী ন্যাটো সম্মেলনে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার কথা জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউ মোরাউইকি।
শুক্রবার (১৮ মার্চ) এক বিবৃতিতে একথা জানান তিনি।
গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরকালে শান্তিরক্ষা মিশনের প্রস্তাব দেয়ার কথা বলেন পোল্যান্ডের ক্ষমতাসীন দলের প্রধান জরোস্ল কাজিনস্কি।
আরও পড়ুন: ন্যাটোর মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীরা নিখোঁজ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাতকালে তিনি বলেন, নিজেকে রক্ষায় ইউক্রেনকে সহায়তা করতে সেখানে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন পাঠানো উচিৎ।
এই মিশনের উদ্দেশ্য হবে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা দান করা, তবে একইসাথে সশস্ত্র বাহিনী দ্বারাও রক্ষিত থাকবে এটি, বলেন তিনি।
একাত্তর/এসজে