পূর্ব তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।
শুক্রবার (১৮ মার্চ) দেশটির পূর্বাঞ্চলে ঘটা এ দুর্ঘটনার কথা শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়।
বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর এমবেয়া থেকে উপকূলীয় শহর টাঙ্গার দিকে যাচ্ছিল।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। পাশপাশি সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
মোরোগোরো অঞ্চলের পুলিশ প্রধান মুসলিম বলেন, মেলেলা কিবাওয়ানিতে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দার-ইস-সালাম থেকে কঙ্গোর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর মবেয়া থেকে টাঙ্গার দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে চলবে গাড়ি: মেয়র আতিক
এর আগে সোমবার, দার-এস-সালাম যাওয়ার পথে জাম্বিয়ান সীমান্তের কাছে একটি কোচ দুর্ঘটনায় চারজন নিহত হন।
এছাড়া ২০১৭ সালের মে মাসে আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন ৩৫ জন। যার মধ্যে ৩২ জনই ছিল স্কুল শিক্ষার্থী। তবে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ২০০৬ সালে, ২৬ সিটের একটি বাসে ৭৪জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় শহর আরুশার একটি সেতু থেকে নদীতে পড়ে যায়, এতে ৫৪ জন নিহত হয়।
একাত্তর/আরবিএস