সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

সমঝোতা ব্যর্থ হলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

আপডেট : ২১ মার্চ ২০২২, ০১:২৭ পিএম

আত্মসমর্পণ করবে না মারিওপোল-কিয়েভে হামলা অব্যাহত-সমঝোতার আশায় তুরস্ক

আলোচনায় কাজ না হলে আরও একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একইসঙ্গে তিনি মনে করেন, যুদ্ধ যদি থামাতে হয় তবে তা আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি আলোচনায় বসতে প্রস্তুত। 

এদিকে, মারিওপোল আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী জানান, শেষ সেনা জীবিত থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। 

এছাড়া, হামলার ২৬তম দিনে কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে রাশিয়ার বাহিনী। এর মধ্যেই তুরস্ক জানিয়েছে, রুশ-ইউক্রেন আলোচনা চুক্তির দ্বারপ্রান্ত। 

মারিওপোল বাতাসে এখন লাশের গন্ধ আর স্বজনদের আহাজারি। রুশ হামলায় নিহত প্রিয়জনকে রাস্তার পাশেই সমাহিত করছেন স্বজনরা। 

হামলা হয়েছে মারিওপোল একটি আর্ট সেন্টারে। সেখানে আশ্রয় নিয়েছিল চারশো'রও বেশি মানুষ। মারিওপোল বর্তমানে প্রায় তিন লাখ মানুষ আটকে পড়ে আছে। 

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাব ছিলো, মারিওপোল লড়াইরত যোদ্ধারা অস্ত্র সমর্পণ করলে সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে শহর ছাড়ার সুযোগ দেয়া হবে।

কিন্তু, ইউক্রেন রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ বন্দরনগরী রাশিয়াকে বিনা যুদ্ধে ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না।

এদিকে রাজধানী কিয়েভের আবাসিক ভবন ও শপিং মলেও মুহুর্মুহু হামলা হয়েছে। রাজধানী রক্ষায় রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চলছে ইউক্রেনীয় বাহিনীর। 

সবশেষ হামলায় সেখানে নিহত হয়েছে অন্তত চারজন। হামলা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে। হামলার মধ্যেই রোববার মানবিক করিডোর দিয়ে সরিয়ে নেয়া হয়েছে সাত হাজার বাসিন্দাকে।

আগ্রাসন বন্ধে সমঝোতায় ব্যর্থতার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি জানান, আলোচনার মাধ্যমেই ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশ বন্ধ করতে চান তিনি। তবে একই সঙ্গে তাঁর মত, সেই আলোচনা যদি ব্যর্থ হয় তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাধ্য।

রোববার (২০ মার্চ) ভিডিও কলে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তব্যে জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না দেয়ায় দেশটির সমালোচনা করেন তিনি।

তিনি আরো বলেন, এনএসডিএপি নামে পরিচিত নাৎসি পার্টি, জার্মানিতে ১০২ বছর আগে ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। এই বছর ওই তারিখেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

আরও পড়ুন: পোল্যান্ড যাচ্ছেন বাইডেন, বসবেন ন্যাটোর সঙ্গেও

তার কিছু আত্মীয় হলোকাস্টে মারা গেছে উল্লেখ করে ইহুদি ধর্মের অনুসারী জেলেনস্কি বলেন, তারা ওই কথাগুলো আবার বলছে। ইউক্রেনীয় জাতি সম্পর্কে মস্কোর বৈঠকে কথা হচ্ছে।

এরমধ্যেই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধ বন্ধে ইউক্রেন-রাশিয়ার আলোচনা চুক্তির দ্বারপ্রান্তে। চুক্তির বিষয় সহজ ছিল না জানিয়েছে তিনি বলেন, মূল বিষয়ে সমঝোতা হয়েছে দু'পক্ষের।


একাত্তর/এসজে

ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার...
২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ অক্টোবরের ওই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের নিরাপত্তা প্রধান রনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী...
যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত