সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

ভারতের পররাষ্ট্র নীতির প্রশংসায় ইমরান খান

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৪:০৩ পিএম

পার্লামেন্টে অনাস্থা ভোটের সম্মুখীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রতি বিরল প্রশংসা জ্ঞাপন করলেন। ইউক্রেন-রাশিয়া ইস্যুর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র নীতির প্রশংসা করেছেন তিনি। 

রোববার (২০ মার্চ) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক র‍্যালিতে দেওয়া ভাষণে তিনি বলেন, 'আমি ভারতকে স্যালুট জানাই। যুক্তরাষ্ট্রের সাথে কোয়াড অ্যালায়েন্সের সদস্য হওয়া সত্ত্বেও তারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে। 

নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে তারা। এর কারণ হলো, ভারতের পররাষ্ট্র নীতি তাদের জনগণের কল্যাণের জন্য তৈরি।'  

এসময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র নীতিও হবে এর জনগণের জন্য।

'আমি কারও কাছে মাথা নত করিনি, আর আমার দেশকেও মাথা নত করতে দেবো না', বলেন তিনি। 

ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের কাছে রাশিয়ার বিরুদ্ধে সমর্থন চেয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রটোকল ভঙ্গ করেছে, এমন মন্তব্য করে তিনি সমর্থন দিতে অসম্মতি জানান। 

এসময় ভারতের কাছেও ইউরোপীয় ইউনিয়ন একই অনুরোধ করেছে কিনা তা জানতে চান তিনি। 

আরও পড়ুন: চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

তিনি আরও বলেন, 'আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়ে আমরা ৮০ হাজার মানুষ ও একশ' বিলিয়ন ডলার হারিয়েছি। ইইউ'র অনুরোধে সাড়া দিয়ে আমাদের কোনো লাভ নেই।' 

চিরশত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে এমন প্রশংসার বাক্য শুনে যারপনারই উচ্ছ্বসিত ভারতে গণমাধ্যম। তার এ বক্তব্য ফলাও করে প্রচার করা হচ্ছে দেশটির বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকায়। 


একাত্তর/এসজে

পাকিস্তানের অনলাইন মিডিয়া চ্যানেল ‘রাফতার’র প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ফারহান মল্লিককে রাষ্ট্রদ্রোহী পোস্ট ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার আদালতে তোলা হয়েছে।
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের মধ্যে দুইটি বড় ধরনের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন।
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
এমন আবহের মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যাচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরে তার সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত