১৩২ জন আরোহী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত বিমানে কোনও বিদেশি যাত্রী ছিলেন না বলে সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-টিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য এলাকায় এলাকায় বিধ্বস্ত হলে এটিতে আগুন ধরে যায়।
দ্য চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) জানায়, তারা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছ থেকে জানতে পেরেছে, ডিপারচার তথ্য অনুসারে বোয়িং ৭৩৭-এ কোনও বিদেশি যাত্রী ছিলেন না।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও নিশ্চিত হওয়ার জন্য তারা অনুসন্ধান চালাবে। চীনের সিভিল অ্যাভিয়েশন প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে থাকা ১৩২ আরোহীর মধ্যে যাত্রী ছিলেন ১২৩ জন এবং ক্রু ছিলেন ৯ জন।
ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো বলছে, বিমানটি ঘন্টাখানেকের বেশি আকাশে ছিল এবং বিধ্বস্ত হওয়ার আগে গন্তব্যের প্রায় কাছে পৌঁছে গিয়েছিল।
বিধ্বস্ত হওয়া বিমানটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটিতে থাকা ১৩২ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
যত দ্রুত সম্ভব দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তকারীদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতি আরও জোর দিতে বলেছেন তিনি।
একাত্তর/এসএ