সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

কোনও বিদেশি যাত্রী ছিলেন না চীনে বিধ্বস্ত বিমানে

আপডেট : ২২ মার্চ ২০২২, ১২:০২ পিএম

১৩২ জন আরোহী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত বিমানে কোনও বিদেশি যাত্রী ছিলেন না বলে সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-টিভি এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য এলাকায় এলাকায় বিধ্বস্ত হলে এটিতে আগুন ধরে যায়।

দ্য চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) জানায়, তারা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছ থেকে জানতে পেরেছে, ডিপারচার তথ্য অনুসারে বোয়িং ৭৩৭-এ কোনও বিদেশি যাত্রী ছিলেন না।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও নিশ্চিত হওয়ার জন্য তারা অনুসন্ধান চালাবে। চীনের সিভিল অ্যাভিয়েশন প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে থাকা ১৩২ আরোহীর মধ্যে যাত্রী ছিলেন ১২৩ জন এবং ক্রু ছিলেন ৯ জন।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো বলছে, বিমানটি ঘন্টাখানেকের বেশি আকাশে ছিল এবং বিধ্বস্ত হওয়ার আগে গন্তব্যের প্রায় কাছে পৌঁছে গিয়েছিল।

বিধ্বস্ত হওয়া বিমানটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটিতে থাকা ১৩২ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

যত দ্রুত সম্ভব দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তকারীদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতি আরও জোর দিতে বলেছেন তিনি।


একাত্তর/এসএ

ক্রমাগত চীনের প্রভাব বাড়ছে জার্মানির শিল্পখাতে। চীন শুধু জার্মানির ফল্কসভাগেন, মার্সিডিজের মতো গাড়ির বাজারে প্রতিদ্বন্দ্বিতা করেই থেমে থাকেনি। কেমিক্যাল ও প্রকৌশল খাতেও বাড়ছে চীনের উপস্থিতি।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
২০২৫ সালে পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে চীন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বুধবার দেশটির জাতীয় পার্লামেন্টে তার প্রতিবেদন উপস্থাপনের সময় আনুষ্ঠানিকভাবে এই লক্ষ্যমাত্রা...
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এক ভূমিধসের ঘটনায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে প্রদেশটির ইবিন অঞ্চলের...
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত