বিশ্বব্যাপী করোনার দাপট কমলেও প্রায় দুই বছর পর নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে চীনে। করোনার ওমিক্রন ধরনের দাপটে দেশটিতে মঙ্গলবার (২২ মার্চ) নতুন করে আরও চার হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (২১ মার্চ) রাত থেকে চীনের বাণিজ্যিক অঞ্চল শেংইয়াঙে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শেংইয়াঙে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডাব্লিউসহ আরও কিছু শিল্প কারখানা রয়েছে। মঙ্গলবার এ শহরে নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে কর্তৃপক্ষ আবাসিক সকল কম্পাউন্ডকে নিবিড় ব্যবস্থাপনায় এবং ৪৮ ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া বাসিন্দাদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এর আগে জিলিন প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর জিলিনে সোমবার রাত থেকে তিন দিনের জন্য বিশেষ বিধিনিষেধ চালু হয়েছে। এ শহরের প্রায় ৪৫ লাখ বাসিন্দাকে তিনদিনের জন্য বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ অঞ্চলের অধিকাংশই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত। শনাক্তদের দুই-তৃতীয়াংশই জিলিন প্রদেশের বাসিন্দা। এ অঞ্চলটি রাশিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী। জিলিনের প্রাদেশিক রাজধানী চাংচুনে শনিবার থেকে তিন দিনের জন্য বিধিনিষেধ আরও কঠোর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: 'রোহিঙ্গা গণহত্যা' স্বীকার করল যুক্তরাষ্ট্র
চিকিৎসাকর্মী এবং অন্যান্য জরুরি সেবাকর্মীদেরই একমাত্র বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে শনিবার প্রায় এক বছর পর করোনা আক্রান্ত হয়ে চীনে দুইজনের মৃত্যু হয়েছে।
লকডাউন কার্যকর করার পাশপাশি হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছে চীন। জিলিন প্রদেশে আটটি অস্থায়ী হাসপাতাল এবং দুটি কোয়ারেন্টাইন কেন্দ্র তৈরি করেছে কর্তৃপক্ষ।
একাত্তর/আরবিএস