আরও এক রুশ জেনারেলকে ঘায়েল করার কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় শহর খারসনে তাদের এক হামলায় রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানেতশেভ নিহত হয়েছে। তিনি রাশিয়ার ৪৯তম সম্মিলিত সেনা বাহিনীর অধিনায়ক।
এই খবরকে সমর্থন করে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছেন, এ নিয়ে ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে রাশিয়ার সাত জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হলো। আর নিয়ে রাশিয়ার দুইজন লেফটেন্যান্ট জেনারেলের প্রাণহানী হলো।
পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে হারানোর পর, সমর অভিযানের সামনে থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরিয়ে আনছে ক্রেমলিন। তবে এসব দাবির বিষয়ে ক্রেমলিনের তরফ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: তিন রাষ্ট্রের নিষেধাজ্ঞায় মিয়ানমারের সশস্ত্র বাহিনী
ইউক্রেনের গণমাধ্যমগুলো জানাচ্ছে, জেনারেল ইয়াকভ খারসনের চোরনোভাইভকা বিমান ঘাঁটিতে নিহত হয়েছেন। এই ঘাঁটিতে রুশ সেনারা দখলে নিয়ে সেখানে একটি কমান্ড চৌকি বসিয়েছে। অন্যদিকে ঘাটিকে আবারো নিজের নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েকবার হামলা করেছে ইউক্রেনের সেনারা।