চারদিনের ইউরোপ সফরের শেষ দিনে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক।
স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) পোল্যাণ্ডের রাজধানী ওয়ারশর ম্যারিয়ট হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে পোল্যান্ড প্রজাতন্ত্রে ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রি দেশচিৎসিয়া জানান, ওয়ারশতে ইউক্রেনের মন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এ বৈঠকে যোগ দেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও সেখানে উপস্থিত ছিলেন। তবে বৈঠকে ঠিক কি নিয়ে আলাপ হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
গেলো শুক্রবার পোল্যান্ডে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্টে আন্দ্রেজ দুদার সঙ্গেও আলোচনায় অংশ নেন বাইডেন। তবে এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র।
এদিকে ইউক্রেনে নিজেদের সামরিক অভিযানের প্রথম ধাপের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়ার সেনাবাহিনী। শুক্রবার (২৫ মার্চ) রুশ সেনাবাহিনী জানায়, ইউক্রেনে তাদের যুদ্ধের 'প্রথম ধাপটি সাফল্যের সাথে শেষ হয়েছে।'
একাত্তর/আরবিএস