মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে দুই সপ্তাহ পর প্রকাশ্যে এলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। সেনাবাহিনীর এক বৈঠকে তাকে সভাপতিত্ব করতে দেখা গেছে। শনিবার (২৬ মার্চ) রুশ পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে।
সর্বশেষ দুই সপ্তাহ আগে সের্গেই শোইগুর এক বৈঠকে যোগ দেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছিল। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে গুজব ওঠে শোইগু মারা গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শোইগুকে বলতে শোনা গেছে, তিনি অর্থ মন্ত্রণালয়ের সাথে সামরিক বাজেট ও প্রতিরক্ষা আদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা আস্থার সঙ্গে অস্ত্র ও সরঞ্জাম নির্ধারিত সময়ের আগেই পাঠাচ্ছি। দূরপাল্লার উচ্চমাত্রার নির্ভুল অস্ত্র, বিমানের সরঞ্জাম এবং কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতির সরঞ্জামের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি।’ শোইগু জানিয়েছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ তদারকিও তিনি করছেন।
বৈঠকে চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভসহ রাশিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদেরকে সম্প্রতি জনসমক্ষে দেখা যায়নি।
একাত্তর/এসএ