রাশিয়ার সাথে শান্তিচুক্তির অংশ হিসেবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে অবস্থান নেয়ার ব্যাপারে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার (২৭ মার্চ) রাশিয়ান সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তিনি বলেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে রাশিয়ার সাথে আপোষ করতেও আপত্তি নেই তার।
এসময় নিরাপত্তা নিশ্চয়তার সাপেক্ষে নিরপেক্ষ হিসেবে ইউক্রেনের অ-পারমাণবিক অবস্থানের জন্য প্রস্তুত বলে জানান তিনি।
তবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে অবস্থান নেয়ার সিদ্ধান্ত আগে গণভোটে তোলা ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চয়তা দেয়ার দাবিও জানান তিনি।
এ সাক্ষাৎকারের পর রাশিয়ান সাংবাদিকদের সাবধানী বার্তা দিয়েছে মস্কোর রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
অবশ্য এ সাক্ষাৎকারের পর জি৭ নেতাদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি আবার বলেন ভিন্ন কথা। তিনি বলেন, রাশিয়ার সাথে আলোচনায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা।
আরও পড়ুন: একদিনে ৬২ খুন, এল সালভাদোরে জরুরি অবস্থা
'আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়া', বলেন তিনি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার পরের রাউন্ড অনুষ্ঠিত হবে এ সপ্তাহে তুরস্কে।
একাত্তর/এসজে