সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

আইএসের হামলায় দুই ইসরায়েলি পুলিশ নিহত

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০:৩৯ এএম

ইসরায়েলে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আই ইস) এর বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির হাদেরা নামক শহরের রাস্তায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর হামলাকারী দুই বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়।

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সোমবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে অবস্থিত হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হওয়া ওই হামলায় অভিযুক্ত দুই হামলাকারী ইসরায়েলের আরব নাগরিক। 

এদিকে হামলা চালিয়ে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘আমরা ইসরায়েলের হাদেরায় আজকের সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। সমাজে সহিংসতা ও হত্যার মতো বুদ্ধিহীন কাজের কোনো স্থান নেই। আমরা আমাদের ইসরায়েলি অংশীদারদের পাশে আছি এবং নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’

এর আগে ইসরায়েলের একটি শপিং সেন্টারে দেশটির একজন আরব নাগরিকের হামলায় চারজন ইসরায়েলি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানিয়েছিল, ইসরায়েলের বিরশেবা শহরে বিআইজি (বিগ) শপিং সেন্টারের বাইরে একজন হামলাকারী ছুরি নিয়ে অন্যদের ওপর হামলা করে এবং এতে তিনজন নিহত হয়।

অন্যদিকে নিহত চতুর্থ ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে ওই একই হামলাকারী। পরে একজন বাসচালক ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেন। শপিং সেন্টারে চারজনকে হত্যার পাঁচদিন পর হাদেরা শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটল।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হাদেরার একটি প্রধান রাস্তায় দুই ব্যক্তি রাইফেল দিয়ে গুলি চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের আধাসামরিক সীমান্ত পুলিশের দুই সদস্য ওই হামলায় নিহত হন। হামলার সময় ওই দুই পুলিশ কর্মকর্তা কাছের একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র এলি লেভি দেশটির কান টেলিভিশনকে বলেন, ‘সৌভাগ্যক্রমে, আমাদের অফিসাররা হামলাকারীদের নিষ্ক্রিয় করতে এবং একটি বড় সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন।’


একাত্তর/এসএ

ভারতের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।
ভারতীয় হিন্দু পূরাণে মৃত ব্যক্তিদের নিয়ে নানা ধরনের উপকথা রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে, মৃত ব্যক্তির আত্মা ঘোরাফেরা করে এবং মাঝেমধ্যে আত্মারা প্রিয়জনদের সঙ্গে দেখাও করতে আসেন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ১০ সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিয়ে মন্তব্যে আমেরিকার...
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত