সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, মুলতবি হলো অধিবেশন

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৯:৪৮ পিএম

অবশেষে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এ প্রস্তাব পেশ করে। 

তবে সোমবার (২৮ মার্চ) পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পরপরই ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি।

ডেপুটি স্পিকার কাশেম খান সুরি বলেন, এই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে ৩১ মার্চ। পার্লামেন্ট অধিবেশন ওইদিন বিকাল ৪টা পর্যন্ত মুলতবি করা হল।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে প্রস্তাবটি পেশ করেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। এর আগে প্রস্তাবটি পেশ করা নিয়ে ভোটাভুটি হয়। 

পাকিস্তানের জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে পরিষদের কমপক্ষে ২০ শতাংশ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়।

আরও পড়ুন: রোজায় সরকারি অফিস সাড়ে তিনটা ও ব্যাংক চারটা পর্যন্ত

এদিকে অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩১ মার্চেই এ প্রস্তাবের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।

এর আগে ৮ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে জমা দেওয়া হয়। বিরোধীদের দাবি, পার্লামেন্টের বেশির ভাগ সদস্য ইমরানের বিপক্ষে ভোট দেবেন। 


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় অভিযানে নিহত হয়েছেন অন্তত ২৭ জন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ৫০০ জনের মতো যাত্রীকে জিম্মি করেছে বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। খবর এএফপির, ডনের।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচজন সেনাসদস্য রয়েছেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। রোববার (২ মার্চ) মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে...
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত