অবশেষে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এ প্রস্তাব পেশ করে।
তবে সোমবার (২৮ মার্চ) পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পরপরই ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি।
ডেপুটি স্পিকার কাশেম খান সুরি বলেন, এই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে ৩১ মার্চ। পার্লামেন্ট অধিবেশন ওইদিন বিকাল ৪টা পর্যন্ত মুলতবি করা হল।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে প্রস্তাবটি পেশ করেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। এর আগে প্রস্তাবটি পেশ করা নিয়ে ভোটাভুটি হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে পরিষদের কমপক্ষে ২০ শতাংশ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়।
আরও পড়ুন: রোজায় সরকারি অফিস সাড়ে তিনটা ও ব্যাংক চারটা পর্যন্ত
এদিকে অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩১ মার্চেই এ প্রস্তাবের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।
এর আগে ৮ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে জমা দেওয়া হয়। বিরোধীদের দাবি, পার্লামেন্টের বেশির ভাগ সদস্য ইমরানের বিপক্ষে ভোট দেবেন।
একাত্তর/আরবিএস