চলমান পরিস্থিতি বিবেচনায় বাজারে রাশিয়ার তেলের বিকল্প নেই বলে জানিয়েছেন
সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিবিষয়ক মন্ত্রী সুহেইল আল-মাজরৌই।
সোমবার তিনি বলেন, জ্বালানির বাজারে রাশিয়ার তেলের প্রয়োজন এবং রাশিয়া যে পরিমাণ তেল উৎপাদন করে, এখানে তাদের বিকল্প কোনো দেশ নেই।
মাজরৌই আরও বলেন, শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের এক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। রাজনীতি যেন জোটকে বিভ্রান্ত করতে না পারে।
রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর জ্বালানি তেলের দাম তরতর করে বাড়তে থাকে। ৬ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ, প্রতি ব্যারেল ১৩৯ ডলারে উঠে যায়।
বিনামূল্য ইউরোপকে গ্যাস দেবে না রাশিয়া
বিনামূল্যে ইউরোপের দেশগুলোকে রাশিয়া গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ইউরোপের দেশগুলোর সাথে যখন তেল-গ্যাসের দাম পরিশোধের পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, তখন মস্কো এই ঘোষণা দিল।
পেসকভ বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে, রাশিয়া কাউকে বিনামূল্যে গ্যাসের সেবা দিতে পারবে না।
পেসকভ আরো বলেন, গ্যাস রপ্তানির অর্থ কিভাবে রুবলে গ্রহণ করা যায় তা ঠিক করতে কাজ চলছে।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এতে রাশিয়া আর্থিকভাবে চাপের মুখে পড়ে। জবাবে রাশিয়া বলেছে, তার কাছ
থেকে তেল ও গ্যাস নিতে হলে রুশ মুদ্রা রুবলে দাম পরিশোধ করতে হবে।
একাত্তর/এসএ