গুপ্তচরবৃত্তির সন্দেহে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইউরোপের চার দেশ। ধারণা করা হচ্ছে, ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়াকে চাপে ফেলতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (২৯ মার্চ) আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র ওই ৪৩ জন দূতাবাস কর্মীকে বহিষ্কারের আদেশ জারি করেছে।
নেদারল্যান্ডস জানিয়েছে, তারা ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। বহিষ্কার হওয়া কূটনীতিকরা ছদ্মবেশী গোয়েন্দা কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২১ রুশ দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে বেলজিয়াম।
এছাড়া চার জ্যেষ্ঠ রুশ কর্মকর্তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে আয়ারল্যান্ড। আর মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এক রুশ কূটনীতিককে চেক প্রজাতন্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ আট
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস বলেছেন, আমাদের জাতীয় নিরাপত্তার কারোনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডাবলিনে রাশিয়ার দূতাবাস এই "ভিত্তিহীন সিদ্ধান্ত" প্রত্যাখ্যান করেছে এবং বলছে, এর ফলে রুশ-আইরিশ সম্পর্কের আরও অবনতি হবে।
সবশেষ তুরস্কে মঙ্গলবার (২৯ মার্চ) ফের শান্তি আলোচনায় বসতে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। বৈঠকে দু’পক্ষই যুদ্ধ শেষ করতে চায়। সম্প্রতি রুশ সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন শুধু পূর্ব ইউক্রেনের দিকে নজর দিচ্ছে।
একাত্তর/আরবিএস