ইউক্রেনে সেনা অভিযান কমানোর রুশ প্রতিশ্রুতির ওপর আস্থা নেই ইউক্রেনের। কিয়েভে প্রতিরোধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
এদিকে, শান্তি আলোচনার মধ্যেই মাইকোলাইভে হামলা চালিয়েছে রুশ সেনারা। অন্যদিকে, দক্ষিণাঞ্চলে চলমান আছে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কার্যক্রমও।
তুরস্কের শান্তি আলোচনায় রাশিয়া যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিশ্বাস করে না ইউক্রেন। দেশটির সেনাবাহিনী বলছে, ইউক্রেনের সেনাদের বিভ্রান্ত করতেই এমন প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
আর, তাই রাজধানী কিয়েভে প্রতিরোধমূলক অবস্থান চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশদের কথার বাস্তবায়ন দেখা গেলেই তিনি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
প্রেসিডেন্ট জেলেনস্কির তথ্যমতে, তুরস্কে শান্তি আলোচনা চললেও ইউক্রেনে থামেনি রাশিয়ার গোলা হামলার শব্দ। শান্তি আলোচনার মধ্যেই মাইকোলাইভে হামলা চালিয়েছে রুশ সেনারা।
শহরের মূল প্রশাসনিক ভবনে রুশ হামলায় মারা গেছে কমপক্ষে ১২ জন। আহত হয়েছে আরো অন্তত ৩৩ জন। এমন তথ্য দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ১৭৯ জন বেসামরিক মানুষ মারা গেছে। আর আহত হয়েছে আরো এক হাজার ৮৬০ জন। এমন তথ্য দিয়েছে জাতিসংঘ।
জাপোরিঝঝিয়া থেকে এক নারী সাংবাদিককে আটক করে দনেতস্কে নিয়ে গেছে রুশ সেনারা। আহত এক সেনাকে আশ্রয় দেয়ার অভিযোগ আনা হয়েছে ইরিনা দাবচেনকোর বিরুদ্ধে।
আরও পড়ুন: অনাস্থা ভোটের আগেই সঙ্গী হারিয়ে বিপদে ইমরান খান
এইসব কিছুর মধ্যেও জাপোরিঝঝিয়া থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিককে।আর মারিউপোল থেকে সরিয়ে নেয়া হয়েছে ৯৩৬ জনকে।
এমন তথ্য দিয়ে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক অভিযোগ করেছেন, বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত যানবাহন চলাচলে বাধা দিচ্ছে রুশ সেনারা।
একাত্তর/আরএ