ইউক্রেনে রুশ হামলা শুরুর পর সোমবার প্রথমবারের মতো কিছুসংখ্যক প্রাক-প্রাথমিক
বিদ্যালয় খুলেছে। যুদ্ধ পরিস্থিতিতে এসব শিশুশিক্ষার্থী কীভাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ
নেবে, বিমান হামলার সতর্ক সংকেত বাজলে কোথায় আশ্রয় নেবে, তা নিয়ে তাদের মহড়া দেয়া হচ্ছে।
রুশ আক্রমনে এখন বিপর্যস্ত পুরো ইউক্রেন। ধ্বংসস্তুপে পরিনত হয়েছে বিভিন্ন শহরের ঘরবাড়ি, রাস্তা, হাসপাতাল। হঠাৎ হঠাৎ সেখানে বেজে উঠছে বিমান হামলার সতর্ক সংকেত। বোমার আঘাত থেকে রেহাই পায়নি স্কুলগুলোও।
এর মধ্যেই খুলেছে কিছু স্কুল। যুদ্ধ পরিস্থিতিতে পাঠদানের জন্য সেখানে নেয়া হচ্ছে বাড়তি সতর্কতা। তবে এখন শুধু বইয়ের মাঝেই আটকে নেই এসব স্কুল।
যুদ্ধবিধ্বস্ত দেশটির এসব স্কুলগুলোতে পড়ালেখার পাশাপাশি শেখানো হচ্ছে বিমান হামলা থেকে বাঁচার কৌশল। হামলা সময়ের সুরক্ষা নিশ্চিতে রীতিমতো মহড়া পরিচালনা করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নিচ্ছেন এসব মহড়ায়।
বিমান হামলার সাইরেন বাজলে কোন বিধি অনুসরণ করতে হবে, সে ব্যাপারে বাচ্চাদের শেখাতে শিক্ষক-শিক্ষার্থী মিলে মহড়া চালানো হচ্ছে। শিশুরা এ মহড়াকে খেলা হিসেবেই দেখেছে।
আরও পড়ুন: হামলা কমাতে রুশ প্রতিশ্রুতিতে আস্থা নেই ইউক্রেনের
অনেক আশ্রয়কেন্দ্রের ভেতর খোলা হয়েছে স্কুল। যুদ্ধ শুরুর আগেই সেখানে মজুত করা হয়েছিল পানি, খাবার, স্লিপিং ব্যাগ।
তবে সকলেরই আশা অচিরেই শেষ হবে এই যুদ্ধ। বোমার শব্দে আতঙ্কিত হয়ে নয়, সকালে প্রকৃতির শুভ্রতায় ঘুম ভাঙবে সবার। নিরাপদ পরিবেশে স্কুলে ফিরতে পারবে শিশুরা।
একাত্তর/আরবিএস