ওশেনিয়া অঞ্চলে ফ্রান্স নিয়ন্ত্রিত রাষ্ট্র নিউ ক্যালাডোনিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি নিউ ক্যালাডোনিয়ার ২৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ৪ টা ৪৪ মিনিটে আঘাত হানে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮০ গাড়ি দুর্ঘটনার কবলে, নিহত ছয়
এদিকে ভূমিকম্পের পরপরই নিউ ক্যালাডোনিয়ায় সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ওই অঞ্চলের অনেক মানুষকে নিরাপদ সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশের মেলানিশিয়া অংশরের উপঅঞ্চলে নিউ ক্যালাডোনিয়ার অবস্থান। রাষ্ট্রটি বেশ কিছু ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। এটির মূল দ্বীপগুলো মধ্যে আছে গ্রঁদ তের ও লয়ালটি দ্বীপপুঞ্জ।
একাত্তর/আরবিএস