করোনা প্রতিরোধে দীর্ঘ সময়ের বিধিনিষেধের বেড়াজাল থেকে বেরিয়ে আসতো শুরু করেছে যুক্তরাজ্যে। এই ধারায় শিথিল করা হয়েছে আরো কিছু নিয়ম-কানুন। তবে দেশটির এসব পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলেছে, আরো কিছুদিন সময় অপেক্ষা করতে।
বুধবার প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, লকডাউন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে ব্রিটেন। এই ধাপে অতি-প্রয়োজনীয় নয়, এমন দোকানগুলিও খুলে দেয়া হচ্ছে। এরমধ্যে খুলে দেয়া হয়েছে জিম, সেলুন, পানশালা, আউটডোর রেস্তোরাঁ। এমনকি চিড়িয়াখানাতেও যেতে পারবেন মানুষ।
গত তিন মাস সরকারি নির্দেশে দেশটিতে বন্ধ ছিল এই সবই। জনসন বলেন, সরকারের নতুন সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পাবে ব্যবসায়ীরা। মানুষও এত দিন ধরে ঘরবন্দি। এ বার তাঁরা সব জায়গায় যেতে পারবেন। তবে সবার কাছে অনুরোধ, নিজেদের দায়িত্ব ভুলবেন না।’
বিধিনিষেধ আরো একদফা শিথিল হতেই লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে দোকানের বাইরে দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ সারি। রেস্তোরাঁও খুলেছে, তবে সব ৪০ শতাংশ আসন রাখতে হয়ে বাইরে। যারা এই ব্যবস্থা করতে পারেনি, তাদের রেস্তোরাঁ খুলতে দেয়া হয়নি।
যুক্তরাজ্যের চিত্র যখন এমন, ঠিক তখন উল্টোচিত্র জার্মানিতে। সেখানে সংক্রমণের উর্ধ্বগতি। হাসপাতালে রোগীর ভিড়, খালি নেই আইসিইউ শয্যা। দেশের এই পরিস্থিতির জন্য ব্রিটেন স্ট্রেনকে দায়ী করেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।