ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনারও ডাক দিয়েছেন তিনি।
মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মোদী। তিনি বলেন, দু'দেশের চলামন সংকট নিয়ে ভারত অনেক আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
তিন দেশের ইউরোপ সফরের দ্বিতীয় দিনে ডেনমার্কে পৌঁছন মোদী। তারপর এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।
এই মুহূর্তে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি করা, সংকট নিরসনে আলোচনা ও কূটনীতির পথ বেছে নেয়া উচিত বলে মনে করে দিল্লি।
এ সময়, ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনও বলেন, পুতিনকে যুদ্ধ বন্ধ করতে হবে। ভারত এ ইস্যুতে রাশিয়াকে প্রভাবিত করবে বলে আশা করছে ডেনমার্ক।
আরও পড়ুন: ভারতের মহারাষ্ট্রে হিটস্ট্রোকে ২৫ জনের মৃত্যু
ফ্রেডেরিকসেন বলেন, আমার বার্তা খুবই স্পষ্ট। পুতিনকে যুদ্ধ বন্ধ করতে হবে। আমি আশা করব, ভারত এ ইস্যুতে রাশিয়াকে প্রভাবিত করবে।
ভারতের প্রধানমন্ত্রী বিশেষ সফরে ইউরোপে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী ডেনমার্কে দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন।
একাত্তর/এসি