করোনার বাড়-বাড়ন্তে সোমবার থেকে সাতদিনের জন্য লকডাউনে গেছে ভারতের দিল্লি। আর লকডাউনের ঘোষণা আসতেই দিল্লির বিভিন্ন মদের দোকানে মদ কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
সামাজিক দূরত্বের কোনও তোয়াক্কা না করে, মুখে মাস্ক না পরে মদের দোকানে লম্বা লাইন পড়ে। ক্রেতাদের করোনা বিধি ভেঙে মদ কেনার সেই লম্বা লাইনের ছবি নিমেষে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মদের দোকানের ভিড় দেখে কেউ মনেই করতে পারবে না দিল্লিতে করোনা কতোটা ভয়াল ভাবে থাবা বসিয়েছে। মদ কেনার লাইন দেখে মনে হচ্ছে, ওষুধ নয় সুরা চাই। প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ বেপরোয়া হয়ে মদের দোকানে লাইন দিয়েছে। বিভিন্ন বয়সের পুরুষ ও নারী রয়েছেন এই মদ কেনার লাইনে।
সেরকমই শিবপুরি গীতা কলোনির এক মদের দোকানে দেখা গেল বয়স্ক মহিলাকে মদ কিনতে, যিনি জানিয়েছেন যদি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন তবে ওষুধ নয় বরং মদই তাঁকে এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করবে। তিনি বলেন, 'আমি দুই বোতল নিতে এসেছি। এজন্য নিতে এসেছি, কারণ মদে অ্যালকোহল রয়েছে। টিকা নিয়ে কোনও লাভ নেই, মদ খেলে লাভ পাব। যতজন মদ খাবে, ততজন সুস্থ থাকবে। যত মাতাল রয়েছে, সব মাতাল সুস্থ থাকবে’।
লকডাউন নিয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন যে মদের দোকান অন্তত খোলা রাখা উচিত। দিল্লির দরিয়া গঞ্জ, কেরোল বাগ এবং গোলা মার্কেটের মদের দোকানের বাইরে এদিন লম্বা লাইন দেখা যায়। মদ কেনার জন্য করোনা বিধি লঙ্ঘন করে হুড়োহুড়ি বেধে যায়। এমনকি দিল্লি পুলিশ ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে।