ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়া দিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টা পর ভারতকে ভ্রমণের লাল তালিকার অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য।
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের একটি ধরণ ১০৩ জনের দেহে শনাক্তের পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।
সোমবার (১৯ এপ্রিল) ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই ঘোষণা দেন। তিনি জানান, স্থানীয় সময় শুক্রবার থেকে ভারতের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এর ফলে ভারত থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হলো। তবে ব্রিটিশ কিংবা আইরিশ নাগরিকদের ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
হ্যানকক বলেন, কঠিন হলেও সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে, ব্রিটিশ ও আইরিশ নন এমন ব্যক্তি যিনি গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাসিন্দা বা যুক্তরাজ্যের নাগরিক যারা গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন তাদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০ দিন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম পালন করতে হবে।
এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য।