ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে জবলপুরের গোহালপুর থানা এলাকার অন্তর্গত দামোহ নাকার নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সুপার (এসপি) সিদ্ধার্থ বহুগুনা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জবলপুরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে, এটি খুবই দুঃখজনক খবর। আমি স্থানীয় প্রশাসন এবং কালেক্টরের সাথে ক্রমাগত যোগাযোগ করছি। মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারের জন্য সব ধরনের প্রচেষ্টা চলমান।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতাল ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে। মানুষ ছোটাছুটি করছে।
স্থানীয় পুলিশ প্রথমে জানিয়েছিল, নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ রোগী ও হাসপাতালের তিন কর্মী নিহত হন।
পুলিশের ধারণা শর্ট সার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সবশেষ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
একাত্তর/আরবিএস