গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর ওই অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে চীন। রোববারও তাইওয়ানের চারপাশে বিশালাকারের মহড়া অব্যাহত রেখেছে চীনা সেনাবাহিনী।
জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, রোববার (৭ আগস্ট) চীনের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় সাগর অঞ্চলে বিমান ও জাহাজ প্রেরণ করেছে তাইওয়ানের সামরিক বাহিনী। তবে এখনও সরাসরি সংঘাতে জড়ায়নি দেশদুটি।
পূর্ব চীন সাগরের দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় থিয়েটার কম্যান্ড জানায়, পরিকল্পনা অনুযায়ী এদিনও তারা যৌথ যুদ্ধ মহড়া পরিচালনা করেছে।
মহড়ায় ভূমিতে হামলার দৃশ্যপট বিবেচনায় নেয়ার পাশাপাশি আকাশে দূরপাল্লার হামলার সক্ষমতা পরীক্ষার উপর মনোযোগ দেয়া হয়েছে বলেও জানায় দেশটি।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা বাহিনী তাইওয়ানের মূল দ্বীপ এবং সমুদ্রে তাদের নৌবাহিনীর জাহাজগুলোতে হামলার দৃশ্যপট বিবেচনায় নিয়ে মহড়া পরিচালনা করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাইওয়ান প্রণালী ঘিরে একাধিক চীনা বিমান, জাহাজ এবং ড্রোনের কার্যক্রম পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: মহাকাশে নতুন রকেট পাঠিয়ে বিপাকে ভারত
এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়া রোববার পর্যন্ত চলবে বলে জানায় শি প্রশাসন। শনিবার মহড়ার তৃতীয় দিনেও ব্যাপক সামরিক কর্মকাণ্ড চালায় চীন। পাশপাশি চলে নানা কূটনৈতিক পদক্ষেপ। এরইমধ্যে তাইওয়ানের সাথে আমদানি-রফতানি সীমত করেছে দেশটি।
একাত্তর/আরবিএস