চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মারা গেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সোমবার (৮ আগস্ট) কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, রোববার উ মিও থান্ট পে'র মৃত্যু হয়। এ নিয়ে গত এক বছরে চীনে নিযুক্ত চারজন রাষ্ট্রদূতের মৃত্যু হলো।
স্থানীয় সংবাধ্যম জানিয়েছে, থান্ট পে'কে সর্বশেষ দেখা যায় শনিবার, মিয়ানমার সীমান্তবর্তী চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে।
রোববার ইয়ুনানে যাওয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন তিনজন কূটনীতিবিদ। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি চীনে অবস্থিত মিয়ানমার দূতাবাস।
আরও পড়ুন: ইসরাইল-ফিলিস্তিনের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি
২০১৯ সালের শেষের দিকে উ মিও থান্ট পে'কে চীনে মিয়ানমারের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। ২০২১ সালে মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতা নেয়ার পরও তিনি তার পদে বহাল ছিলেন।
উল্লেখ্য, গত এক বছরে চীনে আরও তিন শীর্ষ রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকার ও ইউক্রেনীয় রাষ্ট্রদূত সেরহি কামিশেভ।
একাত্তর/এসজে