ইউক্রেনকে আরও এক বিলিয়ন ডলার অর্থাৎ ১০০ কোটি মার্কিন ডলারের সামরিক সাহায্য পাঠাবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এটিই ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম নিরাপত্তা সহযোগিতা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেন, এই সংঘাতের প্রতিটি পর্যায়ে যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নির্ভর করে ইউক্রেনীয়দের যা প্রয়োজন তা সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, খুব নির্দিষ্ট ধরণের লক্ষ্যগুলোর জন্য এসব নির্ভুল-নির্দেশিত সিস্টেম যা ইউক্রেনীয়রা ব্যবহার করছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এসব নিরাপত্তা সহায়তার মধ্যে রয়েছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস -এর জন্য অতিরিক্ত রকেট, সেইসাথে হাজার হাজার আর্টিলারি রাউন্ড, মর্টার সিস্টেম, জ্যাভেলিন এবং অন্যান্য সরঞ্জাম।
আরও পড়ুন: ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
মার্কিন কর্মকর্তারা বলেছেন, এইচআইএমএআরএস এবং আর্টিলারি সিস্টেমগুলো রাশিয়াকে আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের অগাস্ট মাসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ১৮তম দফায় প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সারাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টক থেকে ইউক্রেনকে অস্ত্র দেন। যা বৃহত্তম সহায়তাও বটে।
বাইডেন সরকার আসার পর ইউক্রেনকে দেওয়া মার্কিন নিরাপত্তা সহায়তার পরিমাণ প্রায় ৯.৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
একাত্তর/আরবিএস