সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

ইউক্রেনে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৫৭ পিএম

ইউক্রেনকে আরও এক বিলিয়ন ডলার অর্থাৎ ১০০ কোটি মার্কিন ডলারের সামরিক সাহায্য পাঠাবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এটিই ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম নিরাপত্তা সহযোগিতা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেন, এই সংঘাতের প্রতিটি পর্যায়ে যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নির্ভর করে ইউক্রেনীয়দের যা প্রয়োজন তা সরবরাহ করা হবে। 

তিনি আরও বলেন, খুব নির্দিষ্ট ধরণের লক্ষ্যগুলোর জন্য এসব নির্ভুল-নির্দেশিত সিস্টেম যা ইউক্রেনীয়রা ব্যবহার করছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এসব নিরাপত্তা সহায়তার মধ্যে রয়েছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস -এর জন্য অতিরিক্ত রকেট, সেইসাথে হাজার হাজার আর্টিলারি রাউন্ড, মর্টার সিস্টেম, জ্যাভেলিন এবং অন্যান্য সরঞ্জাম। 

আরও পড়ুন: ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

মার্কিন কর্মকর্তারা বলেছেন, এইচআইএমএআরএস এবং আর্টিলারি সিস্টেমগুলো রাশিয়াকে আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের অগাস্ট মাসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ১৮তম দফায় প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সারাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টক থেকে ইউক্রেনকে অস্ত্র দেন। যা বৃহত্তম সহায়তাও বটে।

বাইডেন সরকার আসার পর ইউক্রেনকে দেওয়া মার্কিন নিরাপত্তা সহায়তার পরিমাণ প্রায় ৯.৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। 


একাত্তর/আরবিএস  

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভে অংশ নিয়েছে।
হুথি নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা, স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করা...
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত