স্পেনের পূর্বাঞ্চলে বিধ্বংসী দাবানলে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ট্রেন থেকে পালাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার (১৬ আগস্ট) ৪৮ জন যাত্রী নিয়ে ভ্যালেন্সিয়া শহর থেকে জারাগোজায় যাচ্ছিলো ট্রেনটি। এসময় ভ্যালেন্সিয়ার উত্তর-পশ্চিমে দাবানলের সামনে পড়লে থেমে যায় ট্রেনটি।
ট্রেনচালক যাত্রীদেরকে ট্রেনের ভেতরে থাকতে বললেও, কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
চালক ট্রেনটিকে পেছনে নেয়ার চেষ্টা করছিলেন। তবে কয়েকজন যাত্রী জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।
এদের মধ্যে বেশ কয়েকজন আগুনে দগ্ধ হন। একজনকে হেলিকপ্টারে করে ভ্যালেন্সিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: অর্ধশতাব্দি পর চাঁদে ফিরতে প্রস্তুত নাসা
তবে ট্রেনের ভেতরে থাকা সবাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে। পরে চালক ট্রেনটিকে নিকটবর্তী কাওদিয়েল স্টেশনে নিয়ে যান।
ভয়াবহ দাবানলের কারণে স্পেনের বেজিস শহর থেকে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তীব্র বাতাসে দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পালিয়ে জেতে বাধ্য হচ্ছেন দমকল কর্মীরাও।
একাত্তর/এসজে