ব্রিটেনে যারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন কেবল এমন ব্যক্তিদেরই মাঙ্কিপক্সের টিকার মূল ডোজের এক-পঞ্চমাংশ প্রদান করা হবে। টিকার বৈশ্বিক ঘাটতি সত্ত্বেও সর্বোচ্চ সংখ্যক মানুষকে রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলা জানায় কর্তৃপক্ষ।
দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগ মঙ্গলবার (২৩ আগস্ট) জানিয়েছে, নিরাপদ এবং ক্লিনিক্যাল অনুমোদিত এ পদ্ধতিকে 'লো ডোজ' বলা হয়। যখন টিকা সরবরাহ সীমাবদ্ধ থাকে, তখন এই পদ্ধতি কার্যকর হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র খবরে বলা হয়েছে, এরইমধ্যে টিকা প্রদানের এ পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও যুক্তরাজ্যে অনুমোদন পেয়েছে।
মে মাসে প্রথম শনাক্ত চিহ্নিত হওয়ার পর থেকে যুক্তরাজ্যে প্রায় তিন হাজারেরও বেশি লোক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সমকামী এবং উভকামী পুরুষদের মধ্যে এর বিস্তার ঘটেছে।
এছাড়া যে কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত কারো সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে আসলে তিনিও এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে পিকআপ-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আহত ছয়
যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ৩৩ হাজারেরও বেশি মানুষকে এরইমধ্যে টিকা দেয়া হয়েছে। কিন্তু টিকা দেয়ার ফলে যারা উপকৃত হতে পারেন, এমন অনেকেই এখনও টিকা পাননি। টিকার মজুদ কম থাকায় এ সংকট দেখা দিয়েছে।
ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ অ্যান্ড এইচআইভি-এর প্রেসিডেন্ট ডা: ক্লেয়ার ডিউসন্যাপ বলেছেন, আমরা ইউকেএইচএসএ এর নেতৃত্বাধীন এ ডোজিং পদ্ধতিকে পুরোপুরি সমর্থন করি। এর মাধ্যমে সারা বিশ্বের টিকা স্বল্পতার সমাধান করা সম্ভব।
একাত্তর/আরবিএস