ভারতের সুপ্রিম কোর্টের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন উদয় উমেশ ললিত। শনিবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান।
ভারতীর সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাবেক বিচারপতি এনভি রমনা সর্বোচ্চ বিচারিক পদ থেকে অবসর নেওয়ার একদিন পরে এ দায়িত্ব গ্রহণ করলেন তিনি। তবে আগামী ৮ নভেম্বরে তিনিও অবসরে যাচ্ছেন। তার আগে মাত্র ৭৪ দিনের জন্য এ দায়িত্ব পালন করবেন ললিত।
দেশটিতে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। ভারতের সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসরে যাওয়ার বয়স ৬৫ বছর।
এদিন রাষ্ট্রপতি ভবনে উপস্থিতি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এন.ভি রমনা।
এদিকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী থেকে প্রথমে শীর্ষ আদালতের বিচারপতি এবং এখন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন উদয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ললিতের আগে ভারতে আর মাত্র একজনের এ কীর্তি রয়েছে। তিনি হলেন সাবেক প্রধান বিচারপতি এস.এম. সিকরি।
আরও পড়ুন: চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ
বিচারপতি ললিত ১৯৫৭ সালের ৯ নভেম্বর মহারাষ্ট্রের সোলাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইউ আর ললিত বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের একজন অতিরিক্ত বিচারক এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। বিচারপতি ললিত ১৯৮৩ সালের জুন মাসে একজন আইনজীবী হিসাবে নথিভুক্ত হন। তিনি ফৌজদারি আইনে বিশেষজ্ঞ ছিলেন এবং ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে অনুশীলন করেন।
একাত্তর/আরবিএস