সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

ভারতের ৪৯তম প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:৩৪ পিএম

ভারতের সুপ্রিম কোর্টের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন উদয় উমেশ ললিত। শনিবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান।

ভারতীর সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাবেক বিচারপতি এনভি রমনা সর্বোচ্চ বিচারিক পদ থেকে অবসর নেওয়ার একদিন পরে এ দায়িত্ব গ্রহণ করলেন তিনি। তবে আগামী ৮ নভেম্বরে তিনিও অবসরে যাচ্ছেন। তার আগে মাত্র ৭৪ দিনের জন্য এ দায়িত্ব পালন করবেন ললিত। 

দেশটিতে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। ভারতের সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসরে যাওয়ার বয়স ৬৫ বছর।

এদিন রাষ্ট্রপতি ভবনে উপস্থিতি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এন.ভি রমনা। 

এদিকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী থেকে প্রথমে শীর্ষ আদালতের বিচারপতি এবং এখন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন উদয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ললিতের আগে ভারতে আর মাত্র একজনের এ কীর্তি রয়েছে। তিনি হলেন সাবেক প্রধান বিচারপতি এস.এম. সিকরি।

আরও পড়ুন: চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ

বিচারপতি ললিত ১৯৫৭ সালের ৯ নভেম্বর মহারাষ্ট্রের সোলাপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ইউ আর ললিত বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের একজন অতিরিক্ত বিচারক এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। বিচারপতি ললিত ১৯৮৩ সালের জুন মাসে একজন আইনজীবী হিসাবে নথিভুক্ত হন। তিনি ফৌজদারি আইনে বিশেষজ্ঞ ছিলেন এবং ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে অনুশীলন করেন।


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়।
তবে একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের মূল প্রশ্ন ছিলো— পহেলগামে হামলার সময় কেন কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিলো না? 
নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনারা গুলি চালানোর পর তার ‘পাল্টা জবাব’ দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত