ইউক্রেনের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী। ড্রোনটি জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোনটি জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের বর্জ্য লক্ষ্য করে হামলা চালায়। ঠিক সে সময় এটিকে গুলি করে ভূপাতিত করা হয়। তবে এতে কেন্দ্রটির কোনো গুরুতর ক্ষতি হয়নি এবং পারমাণবিক বিকিরণের মাত্রাও স্বাভাবিক রয়েছে।
যদিও এ বিষয়ে মস্কো বা কিয়েভের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোমবার (২৯ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানালেও রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য নিশ্চিত করতে পারেনি।
এদিকে রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই জাপোরিঝিয়া প্ল্যান্টে গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে। এসব হামলার জন্য একে অপরকে অভিযুক্ত করেছে দেশ দু'টি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৮৭ তম দিনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রাশিয়াকে ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: বিএনপির কর্মসূচি দেখে সরকার ভয় পেয়েছে: ফখরুল
স্টকহোমে বক্তৃতায় কুলেবা বলেন, যদি রাশিয়ান বাহিনী এই অঞ্চলটি ছেড়ে দেয় তবে এটি হবে "পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র উপায়।"
ইউক্রেনের এসব দাবিকে খুব একটা গুরুত্ব না দিলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবে একমত হয়েছে রাশিয়া।
একজন শীর্ষ রুশ কূটনীতিক বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আরআইএ) মিশনকে জাপোরিঝিয়া পাওয়ার স্টেশন পরিদর্শনে স্বাগত জানিয়েছে মস্কো।
একাত্তর/আরবিএস