ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিলেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। এক্ষেত্রে তুলনামূলক কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ দেন এ চেচেন নেতা।
অন্যদিকে পূর্ব ইউক্রেনের লাইমানে শক্ত ঘাঁটি হারানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর, শীর্ষ রুশ কমান্ডারদের সমালোচনা করেছেন কাদিরভ।
এক টেলিগ্রাম বার্তায় তিনি লিখেছেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, (ইউক্রেনে) আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এটা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা ও তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা।
ইউক্রেনের পাল্টা আক্রমণে পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ লাইমান শহর থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। এ ঘটনাকে রাশিয়ার জন্য বড় পরাজয় বলছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে শনিবার (১ অক্টোবর) ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন কাদিরভ।
তবে কাদিরভের এমন প্রস্তাবের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
এর আগে শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ লাইমান শহরে কয়েক হাজার রুশ সেনাকে ঘিরে ফেলে ইউক্রেনীয় বাহিনী। পরে মস্কো জানায়, ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। তাদের সেনারা লাইমান শহর ছাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: ঐকবদ্ধ্য আন্দোলন নিয়ে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি
মূলত ইউক্রেনের "ঘেরাও করার হুমকি" থাকায় রাশিয়ান সৈন্যরা আরও সুবিধাজনক লাইনে পিছু হটেছে।
শহরটিকে একটি ফ্রন্ট-লাইন সরবরাহ হাব হিসাবে ব্যবহার করছিল রাশিয়া।
গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি লাইমান হাতছাড়া হলে তা হবে মস্কোর জন্য একটি বড় ধাক্কা।
একাত্তর/আরবিএস