সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলো রাশিয়া

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:৪০ পিএম

ইউক্রেনের একাধিক অঞ্চল থেকে পিছু হটছে শুরু করেছে রাশিয়ার সেনারা। অন্যদিকে পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। ফলে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে পুতিন প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে এবার নতুন কমান্ডারের নাম ঘোষণা করলো রাশিয়া।  

শনিবার (৯ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান বাহিনীর সামগ্রিক কমান্ডার হিসাবে বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনকে নাম ঘোষণা করেছে। 

শনিবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুতে জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের পরপরই নতুন কমান্ডার নিয়োগের খবর এলো। তবে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো।

এদিকে চলতি সপ্তাহেই ইউক্রেন যুদ্ধে রুশ বায়ুসেনা তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে। ফলে বিমানবাহিনী পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এ নতুন কমান্ডার সের্গেই সুরোভিকিনকে গুরুত্বের সাথেই দেখছে মস্কো। তার নেতৃতে আবার ঘুরে দাঁড়াবে রাশিয়া, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের। 

আরও পড়ুন: সেবা আর মনোবলের জোরে পক্ষাঘাত নিয়ে ৪৫ বছর

এদিকে সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এটি এক সপ্তাহের ব্যবধানে মস্কোর তৃতীয় সিনিয়র সামরিক নিয়োগ।

এর আগে রাশিয়ার পাঁচটি সামরিক অঞ্চলের মধ্যে দু'জনের কমান্ডারকে এই সপ্তাহের শুরুতে বরখাস্ত করা হয়। তাদের স্থলাভিষিক্ত হন নতুন দুই কর্মকর্তা। 

ইউক্রেন যুদ্ধে শেষ কয়েক সপ্তাহে দখল করা অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন পুতিন ও সেনা কর্মকর্তারা। এর পরপরই নতুন কমান্ডার নিয়োগ শুরু করে মস্কো। 

উল্লেখ্য, জেনারেল সের্গেই সুরোভিকিন নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে রাশিয়ার অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডেও নিযুক্ত ছিলেন তিনি।


একাত্তর/আরবিএস      

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত