পাকিস্তানে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে বহন করা একটি বাসে আগুন ধরে আট শিশু ও ৯ নারীসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার রাতে করাচি থেকে প্রায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) দূরে অবস্থিত শিল্প শহর নুরিয়াবাদের কাছে করাচি-হায়দরাবাদ হাইওয়েতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, বাসে অবস্থান করা শিশুসহ মোট ১৮ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হাশিম ব্রোহি বলেন, ওই বাসে ৪৭ জন যাত্রী ছিল। বাসের পিছনে আগুনের সূত্রপাত, সম্ভবত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে এমন হতে পারে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বাসের যাত্রীরা ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন, করাচির কাছে দক্ষিণের প্রদেশের প্রধান একটি শহরে যাদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছিল। নিহতদের অনেকেই একে অপরের আত্মীয় বলে মনে করা হচ্ছে। নিজেদের বাড়ির আশপাশ থেকে বন্যার পানি সরে যাওয়ার পর তারা ঘরের পথে ফিরে যাচ্ছিলেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড আটজনের মৃত্যু
বাসে থাকা এক ব্যক্তি বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বাসটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে তদন্তে এখন পর্যন্ত যেদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হলো, বাসের এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত।
পাকিস্তানে সড়ক দুর্ঘটনা অনেকটা স্বাভাবিক ঘটনা। দেশটির পরিসংখ্যান ব্যুরো বলছে, শুধুমাত্র ২০২১ সালে দেশটিতে ১০ হাজার তিনিশ' ৭৯ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কমপক্ষে চার হাজার পাঁচশ' ৬৬ জন মারা গেছে।
একাত্তর/আরবিএস