সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে: রাশিয়া

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০:১৪ পিএম

ইউক্রেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়, তাহলে ইউক্রেনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদ।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপসচিব আলেক্সান্দার ভেনেদিকতভের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আলেক্সান্দার ভেনেদিকতভ বলেন, কিয়েভ খুব ভালো করেই জানে এ ধরণের কোনো পদক্ষেপের অর্থ নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। 

ভেনেদিকতভ মনে করেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার আবেদনটি একটি প্রোপাগান্ডা। কারণ পশ্চিমারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেয়ার পরিণতি জানে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেন।

পুতিনের ওই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্য পদ পাওয়ার প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দেন।

এ বিষয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেতরুশেভ বলেছেন, ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনের আবেদনকে তিনি যুদ্ধের উস্কানি মনে করেন।

পেতরুশেভ বলেন, এ ধরনের আত্মঘাতীমূলক একটি পদক্ষেপের পরিণতি কি হবে, তা ন্যাটোর সদস্য দেশগুলো নিজেরাই বুঝতে পারে।

যদিও ন্যাটো বলছে, পূর্ণ সদস্যপদ পেতে ইউক্রেনকে আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। এছাড়াও ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্রের সবার অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন: গাইবান্ধায় নির্বাচন বন্ধ হঠকারী সিদ্ধান্ত নয়: সিইসি

এদিকে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনাকে রুশ প্রেসিডেন্ট পুতিন 'সন্ত্রাসী কার্যকলাপ' হিসেবে আখ্যা দিয়ে ইউক্রেনজুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে। সবশেষ সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুদ্ধের প্রাথমিক কয়েক সপ্তাহের পর এটিকে ইউক্রেনে সবচেয়ে বিস্তৃত হামলা বলে আশঙ্কা করা হচ্ছে। 

নতুন করে এ হামলার জবাবে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইইউ। 

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে জ্বালানির দাম আরও বাড়বে, যা ইউরোপীয় অঞ্চলের জন্য হবে বড় হুমকি। এতে ভেঙে পড়তে পারে ইউরোপের অর্থনীতি। 

অন্যদিকে চলমান সংঘাত বাড়তে থাকলে ইউরোপে আরও বড় ধরনের যুদ্ধ লাগতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।  


একাত্তর/আরবিএস  

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভে অংশ নিয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত