সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

'ডার্টি বম্ব' নিয়ে বাকযুদ্ধে রাশিয়া-ইউক্রেন

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১২:৫৮ পিএম

কিয়েভের বিরুদ্ধে 'ডার্টি বম্ব' ব্যবহার করার যে অভিযোগ রাশিয়া করেছে, তাকে অপ্রমাণসিদ্ধ দাবি করে এর নিন্দা জানিয়েছে ইউক্রেন।

রোববার (২৩ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এর মানে এই যে রাশিয়া নিজেই হয়তো এই ধরণের বোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। 

ইউক্রেনের মিত্ররাও এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে রাশিয়ার যেকোনো অজুহাত প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সাথে এক ফোনালাপে 'ডার্টি বম্ব' বিষয়ক মন্তব্য করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। প্রচলিত বিস্ফোরকের সাথে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে যে বোমা তৈরি করা হয় তাকে ডার্টি বম্ব বলে। 

সের্গেই শোইগু বলেন, ডার্টি বম্ব ব্যবহার করে কিয়েভ উসকানি দিতে পারে এমন সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন তিনি।

রোববার যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সাথেও ফোনে আলাপ করেন শোইগু। এ বিষয়ে মস্কোর উদ্বেগের কথা জানালেও, এসব অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি। 

এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, এই যুদ্ধে নোংরা যতকিছু কল্পনা করা যায় তার সবকিছুর উৎসে রয়েছে রাশিয়া। 

জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 'তেজস্ক্রিয় বিপর্যয়ের' কথা বলে রাশিয়া পুরো পৃথিবীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি বাঁধ ধ্বংসের হুমকি দেয়ারও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। 

আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস

এদিকে, 'সংকটময় অবস্থার অবনতি ঘটাতে ইউক্রেন যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে', শোইগুর এমন অভিযোগকে নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। পরিস্থিতির আরও অবনতি ঘটাতে এসব অভিযোগ ব্যবহার না করতে সতর্ক করে দেন তিনি। 

এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন নিজেদের এলাকায় ডার্টি বম্ব ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে, রাশিয়ার এমন অভিযোগকে প্রত্যাখ্যান করেছে তাদের সরকার। পুতিনের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রনেকে সমর্থন দেয়া অব্যাহত রাখার কথাও বলেন তারা। 


একাত্তর/এসজে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শোনা যাচ্ছে, চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে ইউক্রেন। ট্রাম্প-জেলেনস্কি...
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত