কিয়েভের বিরুদ্ধে 'ডার্টি বম্ব' ব্যবহার করার যে অভিযোগ রাশিয়া করেছে, তাকে অপ্রমাণসিদ্ধ দাবি করে এর নিন্দা জানিয়েছে ইউক্রেন।
রোববার (২৩ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এর মানে এই যে রাশিয়া নিজেই হয়তো এই ধরণের বোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে।
ইউক্রেনের মিত্ররাও এসব অভিযোগ নাকচ করে দিয়েছে। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে রাশিয়ার যেকোনো অজুহাত প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সাথে এক ফোনালাপে 'ডার্টি বম্ব' বিষয়ক মন্তব্য করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। প্রচলিত বিস্ফোরকের সাথে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে যে বোমা তৈরি করা হয় তাকে ডার্টি বম্ব বলে।
সের্গেই শোইগু বলেন, ডার্টি বম্ব ব্যবহার করে কিয়েভ উসকানি দিতে পারে এমন সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন তিনি।
রোববার যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সাথেও ফোনে আলাপ করেন শোইগু। এ বিষয়ে মস্কোর উদ্বেগের কথা জানালেও, এসব অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।
এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, এই যুদ্ধে নোংরা যতকিছু কল্পনা করা যায় তার সবকিছুর উৎসে রয়েছে রাশিয়া।
জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 'তেজস্ক্রিয় বিপর্যয়ের' কথা বলে রাশিয়া পুরো পৃথিবীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি বাঁধ ধ্বংসের হুমকি দেয়ারও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস
এদিকে, 'সংকটময় অবস্থার অবনতি ঘটাতে ইউক্রেন যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে', শোইগুর এমন অভিযোগকে নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। পরিস্থিতির আরও অবনতি ঘটাতে এসব অভিযোগ ব্যবহার না করতে সতর্ক করে দেন তিনি।
এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন নিজেদের এলাকায় ডার্টি বম্ব ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে, রাশিয়ার এমন অভিযোগকে প্রত্যাখ্যান করেছে তাদের সরকার। পুতিনের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রনেকে সমর্থন দেয়া অব্যাহত রাখার কথাও বলেন তারা।
একাত্তর/এসজে