রাশিয়ান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইউক্রেনকে বিমান বিধ্বংসী ‘হক’ ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‘হক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো "প্যাট্রিয়ট" ব্যবস্থার পূর্বসূরি। এটিকে স্বল্প পরিসরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও বলা হয়। বিংশ শতাব্দীর ৫০'এর দশকে আমেরিকান রেথিয়ন প্রযুক্তি কোম্পানি এ সিস্টেম তৈরি করে। পরে ৬০'এর দশকে যুক্তরাষ্ট্র তা ব্যাপকভাবে ব্যবহার করেছিল। ৮০'এর দশকের পর ধীরে ধীরে তার বদলে "প্যাট্রিয়ট" ব্যবহার শুরু হয়েছিল।
রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে। এ বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনকে মোট ১৭৬০ কোটি ডলার মূল্যে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর এ অবস্থানকে হুমকি হিসেবে দেখছে মস্কো। এর আগেও এ নিয়ে সতর্ক করেছে রাশিয়া।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপী ইউনিয়ন বলছে, রাশিয়া যতদিন ইউক্রেনে সামারিক আগ্রাসন চালিয়েছে যাবে ততদিন তারা ইউক্রেনকে সব ধরনের সামরিক সাহায্য পাঠাবে।
‘হক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রসঙ্গে রাশিয়ার অন্যতম মিত্রদেশ চীন বলছে, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ ও একটি পক্ষের হাতে ছুরি তুলে দেয়ার ভুল আচরণ নিয়ে চিন্তা করতে হবে। যুক্তরাষ্ট্রের উচিত দায়িত্ব নিয়ে সংকট সমাধান এবং সংশ্লিষ্ট পক্ষের শান্তি আলোচনার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করা।
একাত্তর/আরবিএস