আর একদিন পরেই হ্যালোইন উৎসব। এই উৎসবকে ঘিরে পশ্চিমা
সমাজে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা যায়। ঘটা করে আয়োজন করা হয় উৎসবের রাত, সেই
সঙ্গে খাওয়া-দাওয়া।
বিশেষ করে ‘জ্যাক-ও'-ল্যান্টার্ন’ তৈরিতে তাদের বিশেষ উদ্দীপনা দেখা যায়। এই বিশেষ ধরণের প্রদীপটি তৈরিতে সর্বাধিক ব্যবহার করা হয় মিষ্টি কুমড়া।
প্রতি বছর হ্যালোইন ঘিরে আমেরিকার চাষীদের মধ্যে সবচেয়ে বড় মিষ্টি কুমড়া ফলানোর এক ধরনের অলিখিত প্রতিযোগিতা করতে দেখা যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার ছবি। এর ওজন মাপা হয়েছে ২ হাজার ৫৬০ পাউন্ড বা ১১৬১ কেজির বেশি।
মিনেসোটা প্রদেশের এক মালীর বাগানে ফলেছে এই দৈত্যাকার কুমড়াটি। এ বছর এটি দিয়ে তৈরি হবে হ্যালোইনের জন্য সবচেয়ে বড় ‘জ্যাক-ও'-ল্যান্টার্ন’।
চলতি মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পাম্পকিন ওয়েজ-অব জিতে সবচেয়ে বড় আমেরিকান কুমড়ার রেকর্ড গড়েছে এটি।
দৈত্যাকার এই কুমড়াটির নাম ‘ম্যাভরিক’। টম ক্রুজের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টপ গানে’র চরিত্রের নামানুসারে কুমড়াটির নামকরণ করা হয়েছে বলে জানান এর মালিক।
আরও পড়ুন: সাবধান, বিএনপি ক্ষমতায় এলে দেশ গিলে খাবে: কাদের
শুক্রবার, মিনেসোটা শহরের আনোকার অফিসিয়াল ফেসবুক পেজে কুমড়ার ভাস্কর্যের বেশ কয়েকটি ছবিসহ একটি পোস্ট আপলোড করা হয়েছে।
পোস্টটি শেয়ার করার সময় তারা লিখেছে, বিশ্বের হ্যালোইন ক্যাপিটাল আনোকায় দুই হাজার ৫৬০ পাউন্ড কুমড়া, রেকর্ড-ব্রেকিং ম্যাভেরিক এখন খোদাই করা হচ্ছে।
আনোকার সিটি হলে রাখা বিশাল কুমড়াটির গায়ে ঈগলের মুখায়ব খোদাই করা হয়েছে। পেছনে থাকা দলটিকে আনোকা হ্যালোইন বলা হয়। শহরটি বিশ্বের হ্যালোইন রাজধানী হিসেবে খ্যাত।
একাত্তর/আরবিএস